নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে বের হওয়া ৯৫ বস্তা গমভর্তি একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। জেলার মোহনপুরে এক ব্যবসায়ীর দোকানে গমের বস্তা নামানোর পরেই জানাজানি হয়, এগুলো কারাগারের মাল। খবর পেয়ে পুলিশ আজ শনিবার বিকেল পৌনে ৫টার দিকে বিষয়টি যাচাই বাছাই করার জন্য মালগুলো তাদের হেফাজতে নেয়। ট্রাকে ছিল ৯৫ বস্তা গম। কারা কর্তৃপক্ষ বলছে, এগুলো তাদের উদ্বৃত্ত রেশন। বিক্রি করে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে গম নিয়ে একটি ট্রাক আজ শনিবার বিকেলে জেলার মোহনপুরে যায়। সেখানে নজরুল ইসলাম নামের একজন ব্যবসায়ীর দোকানে ট্রাক থেকে পাঁচ বস্তা মাল নামানো হয়। এরপর আবুল হোসেন নামের আরেকজন ব্যবসায়ীর দোকানে মাল নামানোর কথা ছিল। পুলিশ এই দুই ব্যবসায়ীকেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। মালগুলো থানায় পুলিশের হেফাজতে নিয়েছে।
বিকেল পৌনে ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মালগুলো পুলিশের হেফাজতে রয়েছে। তখন পর্যন্ত এই মালের কোনো বৈধ মালিক পায়নি পুলিশ।
জানতে চাইলে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশা আজকের পত্রিকাকে বলেন, সব বস্তায় যে গম আছে এটা তাঁরা নিশ্চিত নন। এই মালের কোনো বৈধ মালিক এখন পর্যন্ত আসেনি। কারাগারের কোনো সিলও বস্তার গায়ে নেই। শুধু গাড়ির চালক হাসেন আলী স্বীকার করেছেন যে, তিনি মালগুলো রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে এনেছেন। তাঁর কাছে বৈধ কোনো কাগজপত্র নেই। এখন কোনো বৈধ মালিক পেলেই তাঁকে মাল দিয়ে দেওয়া হবে। তা না হলে আইনি ব্যবস্থা নেবে পুলিশ।
এ ব্যাপারে জানতে চাইলে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক আব্দুল জলিল আজকের পত্রিকাকে বলেন, তাঁদের উদ্বৃত্ত রেশন তাঁরা বিক্রি করে দিয়েছেন। সেই রেশন ট্রাকে যাচ্ছিল। তাঁরা যাওয়ার সময় প্রত্যয়নপত্র নেয়নি। চাইলে প্রত্যয়নপত্র পাঠিয়ে দেবেন।
এটা কারাবন্দীদের খাদ্য হতে পারে বলে পুলিশ আটক করেছে— এ তথ্য জানালে আব্দুল জলিল বলেন, ‘এটা কোনোভাবেই করার সুযোগ নেই।’