মঙ্গলবার | ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
‘তৃণমূলে ওষুধের প্রাপ্যতা কমাবে উচ্চ রক্তচাপের প্রকোপ’: সাংবাদিক কর্মশালায় বক্তারা জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট `অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ রাজশাহীর আদিবাসি সাঁওতাল পল্লীতে কালোথাবা, ৫ সেপ্টেম্বরের মধ্যে পল্লী ছাড়তে হুমকি নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল নেতা আমান তারেক রহমানের ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে: বেগম সেলিমা রহমান নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব
কারাগার থেকে বের হওয়া ৯৫ বস্তা গমভর্তি ট্রাক জব্দ

কারাগার থেকে বের হওয়া ৯৫ বস্তা গমভর্তি ট্রাক জব্দ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে বের হওয়া ৯৫ বস্তা গমভর্তি একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। জেলার মোহনপুরে এক ব্যবসায়ীর দোকানে গমের বস্তা নামানোর পরেই জানাজানি হয়, এগুলো কারাগারের মাল। খবর পেয়ে পুলিশ আজ শনিবার বিকেল পৌনে ৫টার দিকে বিষয়টি যাচাই বাছাই করার জন্য মালগুলো তাদের হেফাজতে নেয়। ট্রাকে ছিল ৯৫ বস্তা গম। কারা কর্তৃপক্ষ বলছে, এগুলো তাদের উদ্বৃত্ত রেশন। বিক্রি করে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে গম নিয়ে একটি ট্রাক আজ শনিবার বিকেলে জেলার মোহনপুরে যায়। সেখানে নজরুল ইসলাম নামের একজন ব্যবসায়ীর দোকানে ট্রাক থেকে পাঁচ বস্তা মাল নামানো হয়। এরপর আবুল হোসেন নামের আরেকজন ব্যবসায়ীর দোকানে মাল নামানোর কথা ছিল। পুলিশ এই দুই ব্যবসায়ীকেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। মালগুলো থানায় পুলিশের হেফাজতে নিয়েছে।

বিকেল পৌনে ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মালগুলো পুলিশের হেফাজতে রয়েছে। তখন পর্যন্ত এই মালের কোনো বৈধ মালিক পায়নি পুলিশ।

জানতে চাইলে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশা আজকের পত্রিকাকে বলেন, সব বস্তায় যে গম আছে এটা তাঁরা নিশ্চিত নন। এই মালের কোনো বৈধ মালিক এখন পর্যন্ত আসেনি। কারাগারের কোনো সিলও বস্তার গায়ে নেই। শুধু গাড়ির চালক হাসেন আলী স্বীকার করেছেন যে, তিনি মালগুলো রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে এনেছেন। তাঁর কাছে বৈধ কোনো কাগজপত্র নেই। এখন কোনো বৈধ মালিক পেলেই তাঁকে মাল দিয়ে দেওয়া হবে। তা না হলে আইনি ব্যবস্থা নেবে পুলিশ।

এ ব্যাপারে জানতে চাইলে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক আব্দুল জলিল আজকের পত্রিকাকে বলেন, তাঁদের উদ্বৃত্ত রেশন তাঁরা বিক্রি করে দিয়েছেন। সেই রেশন ট্রাকে যাচ্ছিল। তাঁরা যাওয়ার সময় প্রত্যয়নপত্র নেয়নি। চাইলে প্রত্যয়নপত্র পাঠিয়ে দেবেন।

এটা কারাবন্দীদের খাদ্য হতে পারে বলে পুলিশ আটক করেছে— এ তথ্য জানালে আব্দুল জলিল বলেন, ‘এটা কোনোভাবেই করার সুযোগ নেই।’


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.