সোমবার | ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
‘তৃণমূলে ওষুধের প্রাপ্যতা কমাবে উচ্চ রক্তচাপের প্রকোপ’: সাংবাদিক কর্মশালায় বক্তারা জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট `অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ রাজশাহীর আদিবাসি সাঁওতাল পল্লীতে কালোথাবা, ৫ সেপ্টেম্বরের মধ্যে পল্লী ছাড়তে হুমকি নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল নেতা আমান তারেক রহমানের ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে: বেগম সেলিমা রহমান নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব
রাজশাহীতে অধ্যক্ষসহ শিক্ষকের ওপর হামলা

রাজশাহীতে অধ্যক্ষসহ শিক্ষকের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বঙ্গবন্ধু ডিগ্রী কলেজে অধ্যক্ষসহ একজন শিক্ষকের ওপর হামলা চালানো হয়েছে। এতে তারা আহত হয়েছে। শুক্রবার বিকাল পাঁচটার দিকে ক্যাম্পাসে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের একটি টিমের সামনে এ ঘটনা ঘটে।

আহত কলেজ অধ্যক্ষ কামরুজ্জামান এবং ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক ড. গিয়াস উদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কামরুজ্জামান জানান, কলেজ জাতীয়করণ বিষয়ে পরিদর্শনের জন্য মাউশির একটি টিম কলেজে আসে। বিকালে শিক্ষক মিলায়তনে টিমের সদস্যরা ইংরেজি এবং বাংলার শিক্ষকদের সঙ্গে কথা বলছিলেন। এসময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সমাজকর্ম বিভাগের শিক্ষক আব্দুল্লাহিল সাফি বহিরাগতদের নিয়ে ইসলামি শিক্ষা বিষয়ের শিক্ষক ড. গিয়াস উদ্দিনের ওপর হামলা চালান।

অধ্যক্ষ আরও জানান, গিয়াস উদ্দিনের ওপর হামলার খবর পেয়ে তিনি সেখানে যান। তাকে দেখে তার ওপরেও হামলা চালান সাফি। এসময় তিনি বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। এছাড়া গিয়াসের মুখে আঘাত লাগে। তারা রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন।

মহানগরীর চন্দ্রিমা থানার ওসি মাসুদ পারভেজ জানান, ঘটনার পর পরেই খবর পেয়ে তিনি পুলিশ সদস্যদের নিয়ে কলেজ ক্যাম্পাসে উপস্থিত হন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.