বৃহস্পতিবার | ১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বিএনপি-সরকারের যৌথ সংবাদ সম্মেলনে সব দলই বিব্রত: জামায়াত ইরান-ইসরায়েল যুদ্ধে সরাসরি যুক্ত না হতে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কতা সংলাপে জামায়াতকে ‘বেশি কথা বলতে দেওয়ায়’ সিপিবি-গণফোরামের ওয়াকআউট রাজশাহীর পদ্মা নদীর বাঁধ ঘিরে অবৈধ দখলদারদের উচ্ছেদ করলো প্রশাসন আপনি বিদেশে বসে বাংলাদেশের সিদ্ধান্ত নিতে পারেন না ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে যা বললেন শি জিনপিং সীতাকুণ্ডে সর্বোচ্চ ১১৮ মিলিমিটার বৃষ্টির রেকর্ড প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর অত্যন্ত সফল : ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রাতের মধ্যে ঢাকাসহ ১৮ অঞ্চলে ঝড়ের আভাস জোড়া সেঞ্চুরিতে স্বস্তি নিয়ে দিন পার করল বাংলাদেশ
খালেদা জিয়ার মুত্তিসহ ১০ দফা দাবীতে রাজশাহী মহানগর বিএনপির পদযাত্রা

খালেদা জিয়ার মুত্তিসহ ১০ দফা দাবীতে রাজশাহী মহানগর বিএনপির পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক: দ্রব্যমূলের ঊর্ধ্বগতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল নেতাকর্মীদের শর্তহীন মুক্তি ও বিএনপির ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে রাজশাহী মহানগর বিএনপির আয়জনে চার থানায় পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৪মার্চ) বিকাল ৪ টায় রাজশাহীর সোনাদীঘি মোড় প্রঙ্গন থেকে এই পদ যাত্রা অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপি সোনাদীঘির মোড় থেকে পদযাত্রা শুরু করে জিরো পয়েন্ট হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এই পদযাত্রায় উপস্থিত ছিলেন, চেয়ারপার্সনের উপদেশষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক এমপি হেলালুরজ্জামান তালুকদার লালু, চেয়ারপার্সনের উপদেশষ্টা কাউন্সিলের সদস্য লেঃ কর্ণেল অবঃ এম এ লতিফ খান৷ রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম মার্শাল, রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মোঃ মামুন অর রশিদ ও রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আসলাম সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মি।

পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা।

এসময় প্রধান অতিথি বক্তব্যে হেলালুরজ্জামান তালুকদার লালু বলেন, এই সরকার শূন্য হয়ে গেছে, যখনি টাকার প্রয়োজন হয় তখনি দ্রব্যমূলের দাম বৃদ্ধি করে। মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন পাকিস্থানিরা শান্তি কমিটি গঠন করে ঠিক তেমনি এখন এই সরকার শান্তি সমাবেশ করছে সাথে বিভিন্ন পর্যায়ে দেশটিকে ধ্বংস ও শোষণ করছে পাকিস্থানিদের মত। দেশের রাষ্ট্র ব্যবস্থা ভালো হলে সোনার ছেলেরা ধর্ষণ করত না।

 


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.