বুধবার | ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
রাজশাহীতে নারী ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে তিন দিনব্যাপী জুলাই ভিত্তিক ছড়া ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা শুরু রাবিতে জুলাই ’২৪ স্মৃতি চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে গৃহবধূ হত্যা মামলার শ্বাশুড়ি গ্রেপ্তার আ.লীগ জাতীয় পার্টিকে সার্কাস পার্টিতে পরিণত করেছিল : জি এম কাদের রাত ১টার মধ্যে নয় অঞ্চলে ঝড়ের আভাস জুলাইয়েই ক্রেস্ট, সার্টিফিকেট আর নগদ পুরস্কার পাচ্ছেন সেরা শিক্ষার্থীরা দেশি কোচদের সঙ্গে বৈঠক করলেন বিসিবি সভাপতি শুল্কনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা উৎসাহব্যঞ্জক : বাণিজ্য উপদেষ্টা
রিজভীর মুক্তির দাবিতে ছাত্র সমাবেশ

রিজভীর মুক্তির দাবিতে ছাত্র সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব ও রাকসুর সাবেক ভিপি এ্যাড: রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে ছাত্র সমাবেশ করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার ( ২ মার্চ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এ সমাবেশের আয়োজন করে।

বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার আহ্বায়ক সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত খালেক। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, এই সরকার দেশকে অস্থিতিশীল করে তুলেছে। কোথাও কোন শান্তি নেই। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। মানুষ ১ হাজার টাকা নিয়ে বাজারে গেলে ব্যাগ ভর্তি বাজার আনতে পারে না। বাসায় ফিরে বৌ এর বকুনি খেতে হয়। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বাসায় গিয়ে নানান রকমের মাছ দিয়ে ভাত খেয়েছেন। কিন্তু সাধারণ জনগণ তা খেতে পারেন না। এই সরকার জনগণের চিন্তা করে না। বিশ্ববিদ্যালয় গুলোতে নৈরাজ্য শুরু হয়েছে। ছাত্রলীগের নেতৃদের দ্বারা সাধারণ ছাত্রীরা নির্যাতিত হচ্ছে। ব্লাক মেইল করা হচ্ছে।

তিনি আরো বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাড: রুহুল কবির রিজভীকে গায়েবী মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। নির্যাতন করা হচ্ছে। তিনি অসুস্থ মানুষ তবুও সরকারের নির্যাতন বন্ধ হচ্ছে না। তার কিছু হলে এই সরকারকেই দায়ভার নিতে হবে বলে হুশিয়ারী দেন এই নেতা।

ছাত্র সমাবেশে সঞ্চলনা করেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক সাকিলুর রহমান সোহাগ ও মাহমুদুল মিঠু।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.