শনিবার | ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির আন্দোলন রাজপথে মোকাবিলা করবে আওয়ামী লীগ: মির্জা আজম

বিএনপির আন্দোলন রাজপথে মোকাবিলা করবে আওয়ামী লীগ: মির্জা আজম

প্রবাহ ডেস্ক: বিএনপির যেকোনো আন্দোলন আওয়ামী লীগ রাজপথে মোকাবিলা করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সাভার, আশুলিয়া, ধামরাই, দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, বিএনপিকে আগামী ১০ ডিসেম্বর রাস্তা দখল করতে দেওয়া হবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে থেকে তাদের যেকোনো আন্দোলন মোকাবিলা করবে। বর্ধিত সভায় আগামী ১০ ডিসেম্বর সাভারে আওয়ামী লীগের উদ্যোগে এক বিশাল জনসভার আয়োজন করা হবে।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সংসদ সদস্য বেনজীর আহমেদ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ প্রমুখ উপস্থিত ছিলেন।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.