নিজস্ব প্রতিবেদক: ছয় মাসের বকেয়া বেতনের দাবীতে রাজশাহীতে কর্মবিরতি পালন করছে রেশম কারখানার কর্মচারীরা।
বুধবার ( ২২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত তারা রেশম কারখানার মুল গেটে এই কর্মসূচি পালন করে।
শ্রমিকরা জানায়া, দ্রব্যমুলের উর্ধগতির এই বাজারে গত ৬মাস ধরে তাদের বেতন বন্ধ রয়েছে। এর ফলে শ্রমিকরা মানবতার জীবন যাপন করছে।
শ্রমিকরা আরো জানায়, অসুখ হলে তারা চিকিৎসা করাতে পারে না। ওষুধ ও ভালো খেতে পারে না। ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করাতে পারছে না। প্রতি দিন তিনশ টাকা মজুরী হিসেবে বেতন পান সেই টাকা বন্ধ রয়েছে। এখন তাদের না খেয়ে মরতে হবে। শ্রমিকরা বলেন তারা কারখানা বন্ধের পক্ষে না, কিন্তু দেয়ালে পিট ঠেকে যাওয়ায় তারা কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। অবিলম্বে তাদের বেতন পরিশোধের দাবী জানান।
কারখানা কর্তৃপক্ষ বলছেন, বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। আগামী দুই এক মাসের মধ্যেই এই সমস্যার সমাধান করা হবে। কিন্তু কোন সমাধান হচ্ছে না। এ ভাবেই কয়েক মাস কেটে গেছে। দ্রুত বেতন পরিষদের দাবি জানান তারা।