নিজস্ব প্রতিবেদক: মহানগরীর মহিষবাথান নিবাসী ভাষাসৈনিক মরহুম এ্যাডভোকেট সমসের উদ্দিনের স্ত্রী ও রাজশাহী সিটি কর্পোরেশনের উপ-প্রধান কর নির্ধারক এস.এম মহিউদ্দিনের মাতা মোসাঃ মাসকুরা খাতুন (৭৮) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী)এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন মেয়র।
শোক বিবৃতিতে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মোসাঃ মাসকুরা খাতুন মুত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাযা শেষে মহিষবাথান কবরস্থানে দাফন সম্পন্ন হয়।