বৃহস্পতিবার | ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে বিভিন্ন অপরাধে ১৮ জন আটক

রাজশাহীতে বিভিন্ন অপরাধে ১৮ জন আটক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর পুলিশ ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে ১৮ জনকে আটক করা হয়।

রবিবার (১৬ ফেব্রুয়ারী ২৩) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) রফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

রফিকুল আলম জানান, গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এটি তাদের নিয়মিত অভিযান।

তিনি বলেন, এর মধ্যে মহানগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ ৪ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ২ জন, শাহ মখদুম থানা ১ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ-১ জনকে আটক করেছে।

রফিকুল আলম জানান, আটকের মধ্যে ১০ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ আটক করা হয়েছে। এছাড়া অন্যান্য অপরাধে ২ জনকে আটক করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৬৫.৫০ গ্রাম হেরোইন, ৭০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

 


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.