নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল খাদিজা খাতুন (১৮) নামের এক মোটরসাইকেল আরোহীর বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মহানগরীর কাদিরগঞ্জ গ্রেটার রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাসপাতালে গিয়ে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এই ঘটনায় পুলিশ ওই ট্রাকটি জব্দ করেছে। এছাড়া ট্রাকের চালক ও হেলপারকে আটক করে থানায় নিয়ে গেছে। বর্তমানে তাদেরকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সড়ক দুর্ঘটনায় নিহত খাদিজা খাতুন (১৮) রাজশাহীর তানোর উপজেলার চন্দনকোটা গ্রামের আব্দুল খালেকের মেয়ে।
জানতে চাইলে রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে মহানগরীর কাদিরগঞ্জ গ্রেটার রোড এলাকায় ডলফিন ক্লিনিকের সামনে দুর্ঘটনা ঘটেছে। ওই সড়ক দিয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় খাদিজা। সে মোটরসাইকেল আরোহী ছিল। পরে মুমূর্ষু অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ গিয়ে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেয়।
ওসি জানান, ময়নাতদন্ত শেষে নিহত কিশোরীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাক চালকক ও হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে বলেও জানান ওসি।