শুক্রবার | ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী জেলা ও মহানগর যুবজোটের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

রাজশাহী জেলা ও মহানগর যুবজোটের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: দূর্নীতি বন্ধ ও নিত্য পণ্য ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় যুবজোট।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে নগরীর গণকপাড়া মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

যুব জোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাজশাহী মহানগর সভাপতি শরিফুল ইসলাম সুজনের সভাপতিত্বে বক্তব্য রোখেন রাজশাহী মহানগর সাধারন সম্পাদক সুমন চৌধুর। পথসভায় বক্তারা অবিলম্বে বাজার সিন্ডিকেটের গড ফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তাহলে নিত্য পণ্যের দাম কমবে। ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল ডেটাবেজ এর মাধ্যমে বেকার যুবাদের ডেটা বেজ তৈরি করে শিক্ষার যোগ্যতা অনুযায়ি কর্মের ব্যবস্থা করতে হবে। দুর্নীতি বাজ কোন দলের না এদের কে চিহ্নিত করে আইনের আওতায় এনে এদের বিচার করতে হবে। দেশে কোন দুর্নীতিবাজ, ভূমি দস্যু,লুণ্ঠনকারীদের বাংলাদেশে তাদের কোন স্থান নাই। অবিলম্বে চাল ডাল তেল সহনিত্য পণ্যের দাম কমাতে হবে। বাজার সিন্ডিকেটের মূল হোতাদের চিহ্নিত করে এদের আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। রাজশাহীতে মিল কারখানা ইন্ডাস্ট্রি তৈরি করে রাজশাহীর বেকার যুবাদের কর্মসংস্থানের সমাধান করার আহ্বান জানানো হয়।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.