শুক্রবার | ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
ফজলুর রহমানকে গ্রেপ্তার দাবিতে বাসার সামনে অবস্থান রোহিঙ্গা সংকট, বিশ্ব সম্প্রদায়ের উচিত প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা: জাতিসংঘ ফজলুর রহমানকে আরও ২৪ ঘণ্টা সময় দিলো বিএনপি হত্যা মামলায় রিমান্ডে আফ্রিদি, খালেদা জিয়ার সঙ্গে বাবার ছবি দেখিয়ে জামিন চাইলেন আইনজীবী ছাত্রদলকে ডাকসুতে মনোনয়নপত্র ক্রয় করতে না দিতে মব হচ্ছে : রিজভী চিকিৎসা শেষে ফিরলেন মির্জা ফখরুল, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন আনুষ্ঠানিক দা‌য়িত্ব নিলেন পাকিস্তানের নতুন হাইকমিশনার সুষ্ঠু নির্বাচনে সরকারকে সহযোগিতা দিতে সেনাবাহিনী প্রস্তুত : সেনাপ্রধান আরএমপি’র অভিযানে ইয়াবা, অ্যালকোহল ও চোলাই মদসহ গ্রেপ্তার ৪ চলতে চলতে থেমে যাচ্ছে রেলের ইঞ্জিন, স্পেয়ার পার্টসের অভাবে বিঘ্ন রেল চলাচল
চুরির অভিযোগে দুই শ্রমিকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ৪

চুরির অভিযোগে দুই শ্রমিকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীতে চুরির অভিযোগে রেজাউল করিম (৪৫) ও রাকিবুল ইসলাম (৩৫) নামের দুই শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা করা হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সাড়ে ১২টার দিকে নিহত রাকিবুলের স্ত্রী সোমা খাতুন এই মামলা করেন। ইতোমধ্যে মামলার আসামিদের গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী নগরীর সপুরা এলাকার বিশাল বিস্কুট ফ্যাক্টরির সামনে আবদুল মালেক হাজির ছেলে মডার্ন ফুড কারখানার মালিক মোহাম্মদ আব্দুল্লার (৩৮) বাড়িতে গত কয়েক দিন ধরে রাকিবুল ইসলাম ও রেজাউল করিম রাজমিস্ত্রির কাজ করছিলেন। ওই দু’জন রাজমিস্ত্রী নগরীর রাজপাড়া থানার তেরোখাদিয়া ডাবতলা এলাকায় থাকতেন।

বৃহস্পতিবার দুপুরে আবদুল্লাহর বাড়ি থেকে ১০ লাখ টাকা চুরির অভিযোগে তাদের দু’জনকে বেঁধে রাত ৮টা পর্যন্ত নির্যাতন করা হয়। খবর পেয়ে নগরীর বোয়ালিয়া থানা পুলিশ নির্যাতনের শিকার দুই শ্রমিককে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত অবস্থায় অপরজনকে হাসপাতালে ভর্তির পর রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় আজ শুক্রবার নিহত রাকিবুলের স্ত্রী মামলা দায়ের করেছেন।

নিহত রাকিবুল ইসলাম (৩৫) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৈতান্নপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে ও রেজাউল করিম (৪৫) নওগাঁর মান্দা উপজেলার সগুনা গ্রামের আবদুস সামাদের ছেলে।

বিশাল বিস্কুট ফ্যাক্টরির কর্মচারি প্রত্যক্ষদর্শী রাকিব বলেন, আমি চিৎকার শুনে বিশাল ফাক্টরির ছাদে গিয়ে ওই দুই শ্রমিককে ৮-১০ জন মিলে নির্যাতন করছে দেখতে পায়।

মারতে মারতে লাঠি ভেঙ্গে গেলে ওই বাড়ির নিচে ফ্যাক্টরির জ্বালানী হিসেবে রাখা আমগাছের ডাল নিয়ে তাদের আবার বেধড়ক মারতে থাকে তারা।

তাদের হাত-পায়ের নখ তোলার সময় তাদের কান্না সহ্য করতে না পেরে একপর্যায়ে ৯৯৯ ফোন দিই। পরে রাত ৯টার দিকে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

তারা হলেন, বাড়ির মালিক আব্দুল্লাহ (৩৮), তার শ্বশুর মাসুম রেজা (৫০), চাচাতো শ্যালক মঈন উদ্দিন রিয়াল (১৯) ও মডার্ন ফুডের ম্যানেজার ইমরান হোসেন (২১)। তাদের বিরুদ্ধে হত্যা মামলা করা হবে।

এছাড়াও দুই শ্রমিককে খুঁটিতে বেঁধে লোহার রড ও লাঠি দিয়ে নির্যাতনের দুটি ভিডিও উদ্ধার করা হয়েছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.