নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন শিলমারিয়া ও ভালুগাছি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান।
বুধবার ( ১ ফেব্রুয়ারী) দুপুরে নিজ কার্যালয়ে রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন শিলমারিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল ও ভালুগাছি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জিল্লুর রহমান। সৌজন্য সাক্ষাৎকালে নবনির্বাচিত চেয়ারম্যানগণ জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলার চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু।
জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের সাথে আরো সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ কমার্স ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার এসপিও মোঃ মাহফুজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উক্ত ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ মোবারক হোসেন।