সোমবার | ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধকালীন ৭ নং সেক্টরের ৪ নং সাব-সেক্টরের চীফ মেডিকেল অফিসার বীর মুক্তিযোদ্ধা ডাঃ ইমদাদুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

রোববার (২২ জানুয়ারি) বাদ আসর নগরীর টিকাপাড়া গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক এঁর জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার সহ নেতৃবৃন্দ।

 


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.