নিজস্ব প্রতিবদক: রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলন অনুষ্ঠান উপলক্ষে মতবিনিময় ও প্রস্তুতি কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২১ জানুয়্বারী) সকালে কলেজের অডিটরিয়ামে এই সভার আয়োজন করা হয়। এতে নিউ গভ: ডিগ্রি কলেজের বিভিন্ন সেশনের এইচএসসি ব্যাচের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মতবিনিময় ও প্রস্তুতি কমিটি গঠন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলে হোসেন বাদশা।
নিউ গভ: ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর কালাচাঁদ শীলের সভাপতিত্বে এসময় রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ হবিবুর রহমান, কবি আরিফুল হক কুমার ও নিউ গভ: ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি রায়হান হালিমসহ অন্যান্য বক্তারা বক্তব্য রাখেন।