নিজস্ব প্রতিবেদক: ২৯ জানুয়ারী রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘র জনসভা সফল করার লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের প্রচারপত্র বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।
শনিবার (২১ জানুয়ারী) সকালে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা মোড় ও কুমারপাড়া সহ বিভিন্ন এলাকায় রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগের বিশাল জনসভা সফল ও জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের প্রচার পত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। প্রচারপত্র বিতরণকালে বোয়ালিয়া থানা মোড় ও কুমারপাড়া সহ বিভিন্ন এলাকার জনসাধারণকে বিশাল জনসভায় উপস্থিত হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।
এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজিমুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আইয়ুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম কুরমান আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল প্রমূখ।