বৃহস্পতিবার | ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
মানবাধিকার রক্ষায় ‘আশঙ্কার কারণ’ অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক আইন ও নীতিমালা রিট খারিজ, মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়াতে বাধা নেই জাতীয় নির্বাচন ডিসেম্বরে হওয়া উচিত: সেনাপ্রধান ভারতীয় নাগরিক হলে অবশ্যই ফেরত নিতে হবে : তৌহিদ হোসেন ড. ইউনূসকে অস্ট্রেলিয়ার ৪১ এমপি-সিনেটরের চিঠি ভোটকেন্দ্র স্থাপনে ডিসি-এসপির কমিটি বাদ: ইসি হামজাদের টিকিট নিয়ে ‘উল্টো’ রথে বাফুফে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে: নাসীরুদ্দীন ভাত রাঁধার সময় এই একটি উপাদান মিশিয়ে দিলেই পালানোর পথ পাবে না ডায়াবেটিস? মোক্ষম অস্ত্র রয়েছে রান্নাঘরেই? এ সরকারের ওপর আস্থা হারিয়ে গেছে: ফারুক
শর্ত সাপেক্ষে ‘শনিবার বিকেল’ মুক্তিতে আর বাধা নেই: শ্যামল দত্ত

শর্ত সাপেক্ষে ‘শনিবার বিকেল’ মুক্তিতে আর বাধা নেই: শ্যামল দত্ত

প্রবাহ ডেস্ক: খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ ছবিটি দীর্ঘ প্রায় চার বছর ধরে নানান বাহানায় সেন্সরে আটকে ছিল। অবশেষে আলোর মুখ দেখল ছবিটি— মুক্তিতে আর কোনো বাধা নেই। আজ (শনিবার) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন সাংবাদিক ও আপিল বোর্ড সদস্য শ্যামল দত্ত।

শনিবার (২১ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে থাকা ফারুকীর ‘শনিবার বিকেল’ ছবিটি নিয়ে আপিল বোর্ডের শুনানি হয়। এদিন সিনেমার নির্মাতা–প্রযোজকের বক্তব্য শোনেন আপিল কমিটির সদস্যরা। তার আলোকে সিনেমাটি নিয়ে মতামত দেন, ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তিতে কোনো বাধা নেই।

গণমাধ্যমকে শ্যামল দত্ত বলেন, ‘‘আমরা ছবিটি ছেড়ে দিয়েছি মুক্তির জন্য। শর্ত সাপেক্ষে ‘শনিবার বিকেল’ মুক্তিতে আর বাধা নেই। শর্তটি হলো, ছবির শুরুতে একটি ডিসক্লেইমার দিতে হবে। যেখানে লেখা থাকবে- এটি হলি আর্টিজান সংশ্লিষ্ট কোনো ঘটনা অবলম্বনে নয়।’’

ফারুকী বলেন, “আমরা এখনও চিঠি পাইনি। তবে খবরে দেখলাম, আপিল বোর্ডের সদস্য শ্যামল দত্ত বলেছেন, ‘শনিবার বিকেল’ মুক্তিতে আর বাধা নেই। খবরটা শুনে আমরা অত্যন্ত আনন্দিত। এখন চিঠির অপেক্ষায় আছি।”

মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি ও সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে আহ্বায়ক করে গঠিত সাত সদস্যের সেন্সর আপিল কমিটিতে সংসদ সদস্য ও বিশিষ্ট অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা, সাবেক অতিরিক্ত সচিব নূরুল করিম, অভিনেত্রী সুচরিতা ও সাংবাদিক শ্যামল দত্ত সদস্য হিসেবে এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সদস্যসচিব হিসেবে ছিলেন।

উল্লেখ্য, গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ‘শনিবার বিকেল’ ছবিটি। এতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, পরমব্রত চট্টোপাধ্যায়, ইয়াদ হুরানি প্রমুখ।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.