শুক্রবার | ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগ সাম্প্রদায়িক কোনো গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক গড়বে না: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগ সাম্প্রদায়িক কোনো গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক গড়বে না: তথ্যমন্ত্রী

রিজস্ব প্রতিবেদক: জামায়াত ও হেফাজতের সাথে আওয়ামী লীগের সমঝোতা হচ্ছে কি-না সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এ বিষয়ে প্রশ্ন করা অবান্তর।

শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে রাজশাহী পৌঁছার পর সার্কিট হাউসে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, আওয়া.মী লীগ বাংলাদেশে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক। সে লক্ষ্যে দেশ বিনির্মাণের কাজ চলছে। আওয়ামী লীগ সাম্প্রদায়িক কোনো গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক গড়বে না।

বিএনপির আন্দোলন নিয়ে মন্ত্রী বলেন, হাঁস ডিম পাড়ার আগে যেমন হাঁকডাক করে, আন্দোলন নিয়ে বিএনপিও তেমনি হাঁকডাক করে। বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে তথ্যমন্ত্রী বলেন, সারা বিশ্বে বিদ্যুতের দাম যেভাবে বেড়েছে সে হারে আমাদের দেশে বাড়ানো হয়নি।

পরে মন্ত্রী রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দেন।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.