শুক্রবার | ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে ৫০০ পিস ইয়াবাসহ ১ জন আটক

রাজশাহীতে ৫০০ পিস ইয়াবাসহ ১ জন আটক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত মো: নুরুল ইসলাম (৪২) রাজশাহী মহানগরীর কাটাখালী থানার সাহাপুর পশ্চিমপাড়া এলাকার মো: আব্দুল হামিদের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো: আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো: মশিয়ার রহমান, এসআই মোহা: আব্দুর রহমান ও তার টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, একজন মাদক ব্যবসায়ী কাটাখালী থানার সমসাদিপুর এলাকায় মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপেক্ষিতে গোয়েন্দা পুলিশের ঐ টিম দুপুর পৌনে ১টায় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে আসামি নুরুলকে আটক করে। এসময় তার কাছে থাকা ৫০০ পিস ইয়াবা উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.