শুক্রবার | ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
জুলাই আন্দোলন এখনও শেষ হয়নি, খুনিদের বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কোনও নির্বাচন নয়: নাহিদ ইসলাম রাজশাহীতে যুবলীগ নেতার ভাগনের বিচার চেয়ে মামার সংবাদ সম্মেলন রাজশাহী বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫, পাসের হার ৭৭.৬৩ শতাংশ চুন্নুর পর আনিসুল ও হাওলাদারকে জাপা থেকে অব্যাহতি ঋতুপর্ণাদের ৫০ লাখ টাকা পুরস্কার ক্রীড়া উপদেষ্টার রাজশাহী প্রেসক্লাব থেকে সন্ত্রাসী জুলুর অস্ত্র বাহক পুট্ট বাবু আটক আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রভিশন সংরক্ষণে নতুন নির্দেশনা সারজিসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের আদেশ ২০ জুলাই ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২ রাজশাহীতে থানা থেকে লুন্ঠিত পুলিশের পিস্তল উদ্ধার
রাবিতে রেড ক্রিসেন্ট প্রতিনিধি দল

রাবিতে রেড ক্রিসেন্ট প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও জার্মান রেড ক্রসের ৪ সদস্যের এক প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সাথে সাক্ষাত ও মতবিনিময় করেন। এর আগে তাঁরা ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগে সভাপতিসহ অন্যান্য শিক্ষকদের সাথে দূর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিষয়ে পঠন-পাঠন সম্পর্কে সহযোগিতার লক্ষ্যে আলোচনা করেন।

উপাচার্যের সাথে মতবিনিময়কালে প্রতিনিধি দলটি ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সাথে সহযোগিতার বিষয়ে অবহিত ও প্রস্তাবিত সমঝোতা স্মারকের একটি খসড়া কপি হস্তান্তর করেন। এসময় অন্যদের মধ্যে রাবি উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর ও জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে উপস্থিত ছিলেন।

প্রস্তাবিত সমঝোতা স্মারকের আওতায় থাকবে দূযোগ প্রতিরোধ ও প্রশমনের জন্য প্রয়োজনীয় জ্ঞান বিনিময় ও দক্ষতা সৃষ্টি, দূর্যোগ পরবর্তী সময়ে মানবিক ত্রাণ সহায়তা এবং সামগ্রিক দূর্যোগ ব্যবস্থাপনা।

সফরকারী প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় বোর্ড সদস্য রাবি ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক সারওয়ার জাহান সজল, সোসাইটির উপ-মহাসচিব সুলতান আহমদ, জার্মান রেড ক্রসের প্রতিনিধি আব্দুল জলিল লোন ও জার্মান রেড ক্রসের বাংলাদেশ অফিসের প্রধান গওরব রায় ।

প্রসঙ্গত, জার্মান রেড ক্রস বাংলাদেশ ছাড়াও বিশ্বের প্রায় ২৫টি দেশের সাথে যৌথভাবে কাজ করছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.